Introducing Xiaomi Smart Glasses
শাওমির স্মার্ট গ্লাস
ভবিষ্যতের প্রযুক্তির পথে গুগুল, মাইক্রোসফট, ফেসবুকের এর পাশাপাশি শাওমি নিয়ে এলো স্মার্ট গ্লাস! AR টেকনোলজি ফুল সাপোর্ট না করলেও কল রিসিভিং, নোটিফিকেশন চেক, নেভিগেশন, ক্যামেরা, লাইভ ট্রান্সলেট সহ দারুন কিছু ফিচার থাকছে এই গ্লাসে। মূল্য এখনো ঘোষণা করা হয়নি।
আশা করা যায় খুব দ্রুত আমরা কম মূল্যে বাজারে পাবো, আর প্রযুক্তির নতুন ট্রাকে আমরা পা রাখতে যাচ্ছি।