গ্রামীণফোন ফ্রি ফেসবুক ও ফ্রি ইন্টারনেট সম্পর্কে যা জানা দরকার

 ফেসবুক এর প্যারেন্ট কোম্পানি, মেটা’র সাথে পার্টনারশিপে ফ্রি “টেক্সট-অনলি ফেসবুক” ও “ডিসকভার” ফিচার চালু করেছে গ্রামীণফোন। মোবাইলের ইন্টারনেট প্যাক শেষ হলেও প্রিয়জনদের সাথে যোগাযোগ অব্যহত থাকবে এই নতুন সুবিধার কল্যাণে। নতুন এই সংযুক্তির ফলে কানেকটিভিটি, সহজলভ্যতা ও দেশের ডিজিটাল প্রযুক্তির প্রতি মানুষের ইচ্ছা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রসারে কাজ করবে গ্রামীণফোন


আপাতত গ্রামীণফোনের পক্ষ থেকে এই ফ্রি ফেসবুক সেবাটি লঞ্চ করার কথা আমরা জানতে পেরেছি। অন্য অপারেটরগুলোর কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে আজ বিকাল ৫টা পর্যন্ত কেউই ফ্রি ফেসবুক সম্পর্কিত কোনো সেবা চালুর কথা নিশ্চিত করতে পারেনি। এসব অপারেটরের কাছ থেকে এ ধরণের ঘোষণা জানতে পারলে আমরা এই পোস্ট আপডেট করে দিবো আশা রাখছি


নতুন এই সেবার আওতায় ফ্রি ফেসবুক, ফ্রি মেসেঞ্জার, এবং ফ্রি ডিসকভার ব্যবহার করা যাবে। ডিসকভার মূলত ফেসবুকেরই আরেকটি সেবা যার মাধ্যমে ইন্টারনেটের বেশ কিছু সুবিধা বিনামূল্যে গ্রহণ করা যাবে। 
bdreview1 
ডিসকভার ফিচারটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েবসাইট এর মাধ্যমে। এই ফেসবুক ডিসকভার অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকগণ বিনামূল্যে ১৫এমবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ফ্রি ডাটা ব্যবহারের সময় ডিসকভার অ্যাপে শুধুমাত্র টেক্সট ও আইকন দেখা যাবে, যার ফলে ১৫এমবি ডাটা দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।

এছাড়াও এসব প্রোডাক্টের মাধ্যমে গ্রামীনফোন গ্রাহকগণ প্রয়োজনীয় রিসোর্স, যেমনঃ শিক্ষামূলক সাইট, শিক্ষা বিষয়ক তথ্য, চাকরির খবর, ইত্যাদি সুবিধা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোনের ফ্রি টেক্সট অনলি ফেসবুক কি?

দেশের সকল স্তরের মানুষের কাছে ডিজিটাল সুবিধা পোঁছে দিতে অনেক আগে থেকে বদ্ধপরিকর গ্রামীণফোন। মেটা’র সাথে যৌথ উদ্যোগে চালু করা এই “টেক্সট অনলি ফেসবুক” সেবাটির মাধ্যমে দেশে থাকা বিশাল একটি সংখ্যার ফেসবুক ইউজার উপকৃত হবে।

এখন থেকে বিনামূল্যে অর্থাৎ কোনো ডাটা ব্যালেন্স ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন সকল গ্রামীণফোন ব্যবহারকারীগণ। এই ফ্রি ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে কোনো ধরনের ছবি বা ভিডিও দেখা যাবেনা, বরং শুধুমাত্র টেক্সট অর্থাৎ লেখা দেখা যাবে।
সিমে থাকা ডাটা ও পে অ্যাজ ইউ গো কোটা শেষ হওয়ার পর ব্যবহার করা যাবে এই ফ্রি ফেসবুক সুবিধা। ফ্রি টেক্সট অনলি ফেসবুক ব্যবহারের এই ফিচারটির নাম হবে ফেসবুক অটোফ্লেক্স (Facebook AutoFlex)। অন্যদিকে ফেসবুক ডিসকভার অ্যাপের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ব্যবহার করা যাবে ছবি বা ভিডিও ছাড়া। 

বিবিন্ন লেখা ও প্রয়োজনীয় লেখা দেখা যাবে। 



Post a Comment (0)
Previous Post Next Post